সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ব্যাপক পরিবর্তন নিয়ে আসে মোটর ভেহিকেল আইনে। জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বহুগুণ। বিরোধীরা এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করলেও চালু করে দেওয়া হয় এই নতুন আইন।
সংবাদ সংস্থা অনুযায়ী বিহারে এক অদ্ভুত ঘটনা ঘটে। এক অটো চালক কে জরিমানা দিতে হয় সিট বেল্ট না পরার জন্যে। যদিও বা অটো তে সিট বেল্ট থাকে না ওই চালকে জরিমানা বাবদ দিতে হয় ১০০০ হাজার টাকা। এই ঘটনা টি ঘটে বিহারের মুজাফফরপুরের সরাইয়া অঞ্চলে।
নতুন আইন লাগু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জরিমানা বাবদ ব্যবক অঙ্কের টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।