পাকিস্তানের মাটিতে জঙ্গিদের উপস্থিতি নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন সেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন পাকিস্তানে সক্রিয় ছিল প্রায় ৪০ টি জঙ্গি সংগঠন ১৫ বছর ধরে। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই সমস্ত তথ্য লুকিয়ে রাখে তাঁর আগের সরকারগুলো। সাফাইয়ের সুরে তিনি আরও বলেন সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কিছুই করার ছিল না পাকিস্তানের।
তিনি বলেন ৯/১১ হামলার সাথে কোন যোগ ছিল না পাকিস্তানের। ইমরান খান দাবি করেন পাকিস্তান যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে সন্ত্রাসবাদ দমন করার ক্ষেত্রে। তিনি আরও বলেন তালিবানদের সাথে আলোচনার করার জন্যে কাজ শুরু করা হয়েছে। ইমরান খান বলেন তিনি প্রয়োজনীয় সব কিছু করবেন শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্যে।